নোয়াখালীর কথা ডেস্ক : মেয়ের কাছে বাবা সমসময়ই সুপারহিরো। যেকোন পরিস্থিতিতে বাবা তার মেয়েকে আদর-ভালোবাসা দিয়ে আগলে রাখেন। তাই বলে মা পাশে নেই বলে বুকের দুধ খাওয়ান এমন বাবার কথা হয়তো এর আগে শুনেননি। কিন্তু এমন এক সুপার হিরো বাবাকে পেয়ে নেটিজেনরা আবেগে-আপ্লুত।
মেয়ের খিদে পাওয়ায় কান্না জুড়েছে বাবার কোলে। কিন্তু মা নেই বাড়িতে। অগত্যা দুধের বোতল নিয়ে মুখের কাছে হাজির বাবা। কিন্তু বোতল থেকে দুধ খেতে একেবারেই রাজি নয় সে। মেয়েকে শান্ত করতে ‘বিশেষ’ উপায়ের শরণাপন্ন হন বাবা।
শিশুটিকে শান্ত করার জন্য বাবার উদ্যোগের ভিডিওটি সম্প্রতি পোস্ট করা হয়েছে টুইটারে। আট সেকেন্ডের সেই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৮ লক্ষ টুইটার ইউজার। সেই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘মা বাড়ি নেই। এ দিকে বোতলে ও কিছুতেই দুধ খাবে না। তাই এই উপায়।’
সেখানে দেখা যাচ্ছে, মেয়েকে শান্ত করার জন্য, বাবা নিজের টিশার্টের ভিতর ভরে নিয়েছেন দুধের বোতল। আর তা খাওয়াচ্ছেন নিজের মেয়েকে। সেই ভাবে দুধ খেয়ে বাচ্চাটি মনে করছে বুকের দুধ। শান্ত হয়ে খেয়ে যাচ্ছে।