নোয়াখালী প্রতিনিধি :: সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন উত্তরণ ব্লাড ডোনারস’স ক্লাবের আয়োজনে নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পা এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক এম. ফখরুল ইসলাম ভূঁঞা।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা বাহা উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সেবারহাট মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা আবুল খায়ের, সমাজ সেবক আবু বকর, ভূঁইয়া এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী হেদায়েত উল্যাহ সোহেল, মোহাম্মদ পুর ইউপি সদস্য কাজী জহিরুল ইসলাম, উত্তরণ ব্লাড ডোনারস’স ক্লাবের উপদেষ্টা আহসান হাবীব ও রানা হাজারী।
সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল হক হাছানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ ব্লাড ডোনারস’স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল নাসিম।
এছাড়াও বক্তব্য বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক মিরাজ হোসেন, সদস্য ইয়াছিন, সাইফুল ইসলাম, পলাশ, আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে ৪টি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।